মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়িতেও অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশীয় প্রচলনের একদিন আগে ঈদ উৎসব পালন করছেন এ উপজেলার কয়েক’শ মুসুল্লি।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে পৃথক তিনটি স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন এ উপজেলার ১৫টি গ্রামের মানুষ।
সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার, মহাদান ইউনিয়নের উচ্চগ্রাম ও বনগ্রামসহ তিনটি স্থানে ৫ শতাধিক নারী-পুরুষ জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাওলানা আজিম উদ্দিন মাস্টার বাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৮ টায় ঈদুল ফিতরের এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামমতও করেন মাওলানা আজিম উদ্দিন মাস্টার।
তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আমরা দেড় যুগেরও বেশি সময় ধরে ঈদুল ফিতর উদযাপন করি। উপজেলার তিনটি স্থানে পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান জামাতে ঈদের নামাজ আদায় করেন।
সূত্র- পিবিএ
Leave a Reply