জামালপুরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২ মে) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জাকিউল হাসান শাবু, সহ-সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান, আল-আমীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান হীরা, আবু সাঈদ, জাহিদ হোসেন জনি প্রমুখ।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সূত্র পিবিএ
Leave a Reply