জামালপুরে শোকরিয়া মিছিলের মধ্য দিয়ে হযরত শাহ্ জামাল (রঃ) মাজারে ৯ দিনব্যাপী মহাপবিত্র ওরশ শুরু হয়েছে। ধর্মীয় নানা অনুষ্ঠানের মাধ্যমে শহরের থানা সংলগ্ন মাজার শরীফের সামনে এ ওরশ উদযাপিত হবে।
বুধবার (১০ মে) বিকেলে মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো.খলিলুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন লিটনের নেতৃত্বে শহরের পুরাতন পৌরসভা গেইট থেকে এ শোকরিয়া মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে হযরত শাহ্ জামাল (রঃ) মাজার শরীফে গিলাফ পরিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শোকরিয়া মিছিল ও মোনাজাতে হযরত শাহ্ জামাল (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন লিটন, সহ-সভাপতি রেজা মাহবুব চিশতী, শেখ মোঃ সৈয়দুর রহমান সরকার (অবঃ আর্মি) কাদরী, কোষাধ্যক্ষ ফজলুর হক, দপ্তর সম্পাদক লিয়াকত আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন পীর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা চিশতী, কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম আল আমিনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ জামাল (রঃ) মাজার মসজিদের পেশ ইমাম। রাতে মাজার প্রসঙ্গে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ধর্মীয় ভাবসঙ্গীত অনুষ্ঠিত হয়।
১৮মে বৃহস্পতিবার রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মহাপবিত্র এই ওরশ মোবারক বলে জানিয়েছেন মাজার কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply