1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন – Jamalpur Voice
সংবাদ :
মেলান্দহে ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবকদলের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত খাতেমুন মঈন মহিলা কলেজ : অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের সাবেক সভাপতির স্বাক্ষর ব্যবহার করে প্রায় দুই লাখ টাকা উত্তোলনের অভিযোগ বকশিগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হাজরাবাড়ীতে পৌর বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে পূর্ব শত্রুতার জেরে খামারে হামলা, ভাংচুর-লুটপাট, গ্রেপ্তার- ৭ বকশিগঞ্জে চাকুরী দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে  মেলান্দহ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে ছাত্র দলের নেতৃবৃন্দের শুভেচ্ছা মেলান্দহের পাঠানপাড়ায় সংখ্যা লঘু পরিবারের জমি জবর দখলের চেষ্টা   জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন হাজরাবাড়ী পৌর বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : Sunday, June 18, 2023
  • 33 Time View

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর : সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।

রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধনের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, টিআইবির জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের আশরাফুল ইসলাম স্বাধীন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,একুশে টিভির সাংবাদিক মুক্তা আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। অথচ তাদের কোনো নিরাপত্তা নেই। আজ নিরাপত্তার অভাবে সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হলো। আর যেন কোনো সাংবাদিকদের এভাবে প্রাণ হারাতে না হয় এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।

সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরা করা, সাংবাদিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া ও অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি করেন সাংবাদিক নেতারা।

অপরদিকে, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা
জামালপুর।

উল্লেখ্য জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  এছাড়া এ মামলার দুই আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের ৪ দিন ও জাকিরুল ইসলামের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী।

রোববার (১৮ জুন) জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত এ আদেশ দেন। 

আইনজীবী ইউনুস আলী বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে চেয়ারম্যান বাবুসহ এই চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম।  বিচারক দুইপক্ষের কথা শুনে প্রধান আসামি বাবুকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অপর আসমিদের মধ্য দুই আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের ৪ দিন ও জাকিরুল ইসলামের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

এর আগে, আরেক শুনানিতে এই মামলার ৯ অপর ৯ আসামির রিমান্ড শুনানি হয়। সেখানে আদালত ৪ জনকে ৪ দিন ও ৫ জনের পাচ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

আসামিরা হলেন—মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫),  মো. তোফাজ্জল (৪০),  আইনাল হক (৫৫),  কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০),  মকবুল (৩৫),  মো. ওহিদুজ্জামান (৩০) 

গতকাল শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme