মোঃ রুহুল আমিন রাজু জামালপুর : সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।
রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধনের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, টিআইবির জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের আশরাফুল ইসলাম স্বাধীন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,একুশে টিভির সাংবাদিক মুক্তা আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। অথচ তাদের কোনো নিরাপত্তা নেই। আজ নিরাপত্তার অভাবে সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হলো। আর যেন কোনো সাংবাদিকদের এভাবে প্রাণ হারাতে না হয় এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।
সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরা করা, সাংবাদিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া ও অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি করেন সাংবাদিক নেতারা।
অপরদিকে, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা
জামালপুর।
উল্লেখ্য জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া এ মামলার দুই আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের ৪ দিন ও জাকিরুল ইসলামের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী।
রোববার (১৮ জুন) জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত এ আদেশ দেন।
আইনজীবী ইউনুস আলী বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে চেয়ারম্যান বাবুসহ এই চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। বিচারক দুইপক্ষের কথা শুনে প্রধান আসামি বাবুকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অপর আসমিদের মধ্য দুই আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের ৪ দিন ও জাকিরুল ইসলামের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে, আরেক শুনানিতে এই মামলার ৯ অপর ৯ আসামির রিমান্ড শুনানি হয়। সেখানে আদালত ৪ জনকে ৪ দিন ও ৫ জনের পাচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আসামিরা হলেন—মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫), মো. তোফাজ্জল (৪০), আইনাল হক (৫৫), কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০)
গতকাল শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়।
উল্লেখ, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।
Leave a Reply