জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরের মেলান্দহে এক মিনি জুতা কোম্পানীর গুডাউনে স্টোর রুম আগুন লেগে ৪০ টি মুরগী
সহ প্রায় দু লক্ষাধিক টাকার জুতা ও মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি ২৭ জুন ২০২৩ ইং রাত আনুমানিক একটার দিকে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের দুরমুঠ উত্তর পাড়া গ্রামের মোহম্মদ আলী মোহার বাড়িতে। জানা যায়, মোহাম্মদ আলী মোহা এক মাস আগে নিজ বাড়িতে অল্প সংখক শ্রমিক নিয়ে ঘরোয়া পরিবেশে ক্যামেল জুতা ( স্যান্ডেল ও চপল) তৈরী করে বিভিন্ন মার্কেটে সাপ্লাই দেয় । ঘটনার দিন সারা দিন জুতা তৈরী করেে কয়েকটি বস্তাজাত করে গুদাম ঘরে রেখে দেয়, রাত ১ টার দিকে কে বা কারা শত্রুতা করে বন্ধ ঘরে আগুন ধরিয়ে দেয় এতে ঘরের ভিতর থাকা জুতার কয়েকটি বস্তা সহ ৪০/ ৪২ টি মুরগী, জুতা তৈরীর উপকরন,বিভিন্ন আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। মোহাম্মদ আলী ঘুম থেকে উঠে গুদাম ঘরে আগুন দেখে ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে অবশেষে ফায়ার সার্বিসে ফোন দেয়, তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু ততক্ষনে সব শেষ। মোহার৷ সপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে । এ ব্যাপারে মোহাম্মদ আলী মোহা বলেন, ঘরে কোন বিদ্যুতের লাইন নেই, তাহলে কিভাবে আগুন লাগবে। শত্রুতা করে আমার শত্রু পক্ষ কেউ এ কাজটি করে থাকতে পারে বলে আমার ধারনা হচ্ছে। অনেক কষ্ট করে এই ব্যবসাটা আমি দাঁড় করানোর চেষ্টা করছি, আমার অনেক ক্ষতি হয়ে গেলো।
Leave a Reply