মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি শিল্পোদ্যোক্তো যমুনা গ্রুপের মালিক দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জামালপুর প্রেসক্লাবের আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চানেল আইয়ের জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হাফিজ রায়হান সাদা। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জামালপুর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী, কবি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জামালপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুজায়েত আলী ফকির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, দৈনিক যুগান্তর পএিকা ও মাছরাঙা টেলিভিশন এর জামালপুর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মাহফুজুর রহমান।
বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আনছারী, দৈনিক কালের কন্ঠ পএিকার জামালপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোস্তফা মোনজু, চানেল টুয়েন্টি ফোরের ষ্টাফ রিপোর্টার, দৈনিক সমকাল পএিকার জামালপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক সচেতন কন্ঠ পএিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, একুশে টিভির জামালপুর প্রতিনিধি আবুল কাশেম মুক্তা প্রমুখ। বক্তারা আলোচনা ও স্মরণ সভায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পোদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন।
Leave a Reply