মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৩ আসন মেলান্দহ – মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় পাটির উদ্যোগে জাতীয় পাটির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪র্থ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই শুক্রবারে জামালপুর জেলার -৩ আসন মেলান্দহওমাদারগন্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিলাদ মাহফিল, দোয়া ও খাদ্য বিতরণ করা হয়েছে।
জামালপুর জেলার মেলান্দহ – মাদারগঞ্জ উপজেলার জাতীয় পাটির আয়োজিত আলোচনা সভা মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৩ আসনের জাতীয় পাটির সন্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় জাতীয় পাটির যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় জাতীয় মৎস্যজীবি পাটির সাধারণ সম্পাদক জামালপুর জেলা জাতীয় পাটির সহসভাপতি ও মেলান্দহ উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক জননেতা আলহাজ্ব মীর সামসুল আলম লিপটন। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মোঃ ফজলুর রহমান ফজল,যুগ্ম আহ্বায়ক জাকিউল ইসলাম কোহিনূর,যুগ্ম আহ্বায়ক সুরুজ্জামান সুরুজ, জামালপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় পাটির সদস্য সচিব জিল্লুর রহমান জনিসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply