মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ২০ জুলাই বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিপিএম মহোদয় মাদারগঞ্জ মডেল থানা, জামালপুর বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে বার্ষিক পরিদর্শন করেন।
এসময় তিনি থানা চত্বরে পৌঁছালে জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার, নাছির উদ্দিন আহমেদ তাকে অনাড়ম্বর ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে থানা’র অফিসার ইনচার্জ, মাহবুবুল হক এর নেতৃত্বে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
ডিআইজি মহোদয় থানার সকল নথি-পত্র পর্যালোচনা করেন, হাজতখানা, স্টোররুম, ফোর্সেস ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে সাক্ষর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেল সহকারী সিনিয়র পুলিশ সুপার স্বজল কুমার সরকার, মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফিরোজ উদ্দিনসহ থানার কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply