মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ”নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য সারা দেশের ন্যায় জামালপুরের মেলান্দহে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা করে উপজেল মৎস্য দপ্তর। সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়জনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদুর রহমান বলেন, মৎস্য সম্পদের সুরক্ষা, সংরক্ষণ বিষয়ে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের সাফল্য অর্জন বিষয়ে বিশদ আলোকপাত করেন। সভায় মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল মৎস্য চাষি, উদ্যোক্তা ও অন্যান্যজন উপস্থিত ছিলেন। সভায় উপজেলা মৎস্য অফিসার মেলান্দহ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ এর গৃহীত কর্মসূচি বিষয়ে সভায় আলোচনা করেন।
এবং জাতীয় মৎস্য সপ্তাহে যে কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ননা তুলে ধরেন তিনি। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply