মোঃ রুহুল আমিন রাজুঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ১আগষ্ট মঙ্গলবার বেলা ১২ টার দিকে মেলান্দহ উপজেলার ইদগাহ মাঠ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাগত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল।
বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক উপসহকারী কৃষি অফিসার শাহ আলম।
Leave a Reply