মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন জামাত-বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে জামালপুরে আলোচনা সভা করেছে জেলা যুব মহিলা লীগ।
সোমবার বিকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সাবেক সহ-সভাপতি ইঞ্জি: মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আছাদুজ্জামান আকন্দ বাবু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাজদা ই জান্নাত তনু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমী।
এসময় বক্তারা বলেন, সেদিনের সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে শরীরে স্পিন্টার নিয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। আহত হয়েছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও। এখনও অনেক নেতাকর্মী সেদিনের সেই গ্রেনেডের স্পিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেক নেতাকর্মীকে তাৎক্ষণিক দেশে-বিদেশে চিকিৎসা করালেও তারা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
বক্তারা আরও বলেন, সেই ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারকার্য আজও শেষ হয়নি। এসময় তারা এই হামলার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply