জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘুরিয়া বাজারে বি,এন,পির নেতাকর্মীদের উপর স্থানীয় ছাত্র লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে মারধোর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।এতে দুই বিএনপির নেতাকর্মী আহত ও লাঞ্ছিত হয়েছে। আহতরা হলেন চরপাকেরদহ ইউনিয়ন বি এন পির নেতা মোঃ সাইফুল ইসলাম ও মহিউদ্দিন তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। ঘটনার সূত্রে জানা গেছে গত ১৭ সেপ্টেম্বর সোমবার সন্ধায় দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘুরিয়া বাজারে সোলাইমানের চায়ের দোকানে বিএনপির নেতাকর্মীরা চা পান করতে ছিলো এমন সময় ছাত্র লীগের কতিপয় নেতাকর্মীরা অতর্কিত ভাবে তাদের উপর চড়াও হয়ে তাদের কে মারধোর করে লাঞ্ছিত করে এতে বিএনপির দুই নেতাকর্মী আহত হয়। পরে ছাত্র লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের কে এই মর্মে হুমকি ধামকী দেয় যে বিএনপির নেতাকর্মীরা কোন প্রকার চায়ের দোকানে বসতে পারবে না, এই বলে তারা হুমকি প্রদর্শন করে চলে যায় বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় তেঘুরিয়া বাজারে চায়ের দোকানদার সোলাইমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি। তবে এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট মুন্জুরুল কাদের বাবুল খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সততা স্বীকার করেন। তিনি বলেন এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply