মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া টেকনিক্যাল এন্ড বিএমটি কলেজের নবনির্মিত একতলা ভবন উদ্বোধন ও কলেজের নবীন বরন উপলক্ষ্যে সোমবার কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শ্রীপুর কুমারিয়া টেকনিক্যাল এন্ড বিএমটি কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিঠু আহম্মেদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তোমরা নবীন শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে আগামীতে নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে কেউ আর বেকার থাকে না। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করে আগামীতে তারা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে আনবে এটাই আমাদের কামনা।
Leave a Reply