জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাজারের কমিউনিটি ক্লিনিক এর পাশে জায়েদা খাতুন (২৬) নামের দুই সন্তানের জননী এক গৃহবুধুর বাড়ি জবরদখল করেছেন অপর প্রতিপক্ষ মনিরা বেগম নামের এক নারী ও তার লোকজনরা। ঘটনার বিবরণে জানাগেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে জায়েদা খাতুন তার দুই সন্তানকে স্কুল থেকে ফেরত নিয়ে আসতে যান। স্কুল থেকে ফিরে এসে জায়েদা তার ঘরের তালা ভাঙ্গা দেখতে পান আবার অন্য একটি তালা লাগানো।এ সময় ঘরের ভিতরে জায়েদার স্বামীর প্রথম স্ত্রী মনিরাকে দেখতে পান। উল্লেখ্য মনিরা দীর্ঘদিন আগেই স্বামী আব্দুর রউফ তাকে তালাক প্রদান করেন বলে জানা গেছে। তার স্বামী প্রবাসী আব্দুর রউফ প্রথম স্ত্রী মনিরার বিরুদ্ধে পরকীয়া প্রেমের সন্দেহে থাকায় তাকে তালাক প্রদান করেন বলে জানা গেছে এবং সরকারি আইন বিধি মোতাবেক তার সম্পূর্ণ পাওনা বুঝিয়ে দেন। জায়েদার স্বামী আব্দুর রউফ ১০ শতাংশ জায়গা জায়েদার নামে ক্রয় করে নেন এবং হালনাগাদ খারিজ নামজারী করে জায়েদার নামে বলবত করেন।
জায়েদা বাড়ি ফিরে দেখেন এলাকার কতিপয় ভাড়াটে সন্ত্রাসী দ্বারা ঘরের ভিতর মনিরা প্রবেশ করে তার ঘর দখল করে নেয়। এ ব্যাপারে জায়েদার শাশুড়ি বলেন বর্তমান চেয়ারম্যান আজিজুল হক ৫০ হাজার টাকার বিনিময়ে দখল কাজের সহযোগিতা করেন। এ ব্যাপারে ডাংধরা ইউ,পি চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি কোন টাকা নেই নাই এবং আপোষ, মীমাংসার উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন আমি জমির কোন কাগজপত্র দেখেনি জায়েদা খাতুনের বাড়ি খালি থাকার কারণে মনিরা ওই বাসা দখল করে নিয়েছেন। এ বিষয়ে জায়েদা জানান আমি বিজ্ঞ আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করেলেও আমার প্রতিপক্ষ মনিরা বেগম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার অনুপস্থিতে বাড়ীঘর বেদখল করে। বর্তমানে জায়েদা খাতুন তার দুই সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
Leave a Reply