মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চ্যানেল আইয়ের ২৫ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
“২৫-এ উচ্ছ্বাস, লাল-সবুজে বিশ্বাস”-স্লোগানে এ উপলক্ষে রবিবার (১ অক্টোবর) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকায় নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ আনসারী এবং দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক ও প্রকাশক বজলুর রহমান প্রমুখ।
Leave a Reply