জামালপুর প্রতিনিধিঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রাম জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে সংঘর্ষেও প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন একই পরিবারের ভালুকা গ্রামের বাসিন্দা মৃত
মফিজুর রহমান ঠান্ডার স্ত্রী হাজেরা বেগম (৬০), মেয়ে নিলা(৩৫)ও তার ছেলে মোশাররফ হোসেন (২৮) এদের মধ্যে নিলা ও মোশাররফ হোসেন কে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা দুই ভাই বোন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে বলে জানা গেছে। ঘটনার সূত্রে জানা গেছে গত ১২ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে ভালুকা গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬০) ও তার স্ত্রী রমিছা বেগম (৫৬), তার ছেলে সোলায়মান (৪০), হুমায়ূন (৩৮), তার মেয়ে তাসলিমা বেগম (২৮) সুরাইয়া বেগম, সোলাইমান এর ছেলে নাইম (১৪), হুমায়ুনের ছেলে হৃদয় (১৭),বাবুর ছেলে পারভেজ (২০) গংদের সাথে মৃত মফিজুর রহমান ঠান্ডা এর স্ত্রী হাজেরা বেগম, ও তার ছেলে মোশাররফ হোসেনদের সাথে দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে ঔদিন সকালে বাড়ীঘরের সীমানা দখল করতে যায় আনিছুর রহমান গংরা এ সময় হাজেরা বেগমের ছেলে মোশাররফ হোসেন ও তার মেয়ে নিলা প্রতিবাদ করতে গেলে আনিছুর রহমান গংরা দা,লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায় এ সময় হামলাকারীরা প্রতিপক্ষ মোশাররফ হোসেন, নিলা বেগম কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকলে তাহারা গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় নিলা ও মোশাররফ হোসেন কে এলাকাবাসী উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply