মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে নৌকা প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো.মোজাফ্ফর হোসেনের কর্মী সমর্থকরা।
গত ১৭ অক্টোবর মঙ্গলবার বিকালে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে সন্ধায় শাহবাজপুর ইউনিয়নে এসে শেষ হয়। এসময় রশিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন, দিগপাইত ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আক্তারুজ্জামান, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাহাদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আকন্দ চমক,জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মারুফ নাসিফ আকন্দ,দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ৩ নং ওয়ার্ডের সভাপতি কেরামত আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ৬ নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ফকির, দিগপাইত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলামিন পন্ডিত, দিগপাইত কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন খান শামীম ,শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক মাসুদ রানা ও কামাল হোসেন, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সায়েম খান,, জাকারিয়া খান শান্ত ,নাজমুল হোসেন,শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য মামুন মিয়া,দিগপাইত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় সদরের ১৫ টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার দোকানে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয় তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
Leave a Reply