দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে আশরাফুল ইসলাম (১৫) নামের এক চালককে হত্যার ঘটনা ঘটেছে। পরে অটোরিকশা চালকের মরদেহ গুম করে ছিনতাইকারীরা। রোববার রাতে দেওয়ানগঞ্জের ঝালরচর বাজারের উত্তরপাশে বাছেতপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
আশরাফুল ইসলাম উপজেলার তারাটিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে ও তারাটিয়া লাল মাহমুদ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা যায়, রোববার সন্ধ্যায় নয়নস তিনজন আশরাফুলের অটোরিকশায় দেওয়ানগঞ্জে উদ্দেশে রওয়ানা হয়। পথে দেওয়ানগঞ্জ- ডাংধরা সড়কের বাছেতপুর এলাকায় নয়ন ও তার সহযোগীরা অটোরিকশা চালকের মাথায় আঘাত করে। একপর্যায়ে সে মারা যায়। তখন ছিনতাইকারীরা মরদেহ পাশের একটি ঝুপড়িতে লুকিয়ে রাখে। পরে দেওয়ানগঞ্জ রেলস্টেশন এলাকায় ভ্যান বিক্রির চেষ্টা করে ছিনতাইকারীরা। তখন স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অটোসহ নয়নকে আটক করে। আটক নয়ন তারাটিয়ার মহাল মিয়ার ছেলে এবং নিহত আশরাফুলের প্রতিবেশী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার নিহতের মরদেহ উদ্ধার করে এবং বাবু নামে আরেকজনকে আটক করে পুলিশ। বাবু উপজেলার ভাতখাওয়া বাশতলী এলাকা বাসিন্দা।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন হত্যা ও মরদেহ গুমের কথা স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।
Leave a Reply