মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে গ্রামীণ অবকাঠামো নির্মাণের আওতায় টি,আর, এর ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।বরাদ্দকৃত টি,আর এর টাকা দিয়ে দ্রুত রাস্তা মেরামত করার কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাগব হচ্ছে বলে জানা গেছে। গত কাল কুলিয়া গ্রামে সরেজমিনে ঘুরে দেখা গেছে কুলিয়া গ্রামের সোনার উদ্দিনের বাড়ি মোড় হইতে উত্তর কুলিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত একমাত্র কাঁচা রাস্তাটি একেবারে দীর্ঘ দিন যাবৎ যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়াছিল। কিন্তুু সেই রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় সাংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপির বিশেষ বরাদ্দের ২ লাখ টাকা অনুদান দিলে সেই টাকা দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করলে তাহা দূত এগিয়ে চলছে এবং ইতিমধ্যে কাজের দৃশ্যমান উন্নয়ন লক্ষ্য করা যায়। এতে একদিকে রাস্তার উন্নয়নের সাথে শ্রমিকদের ভাগ্য উন্নয়ন হচ্ছে, উপর দিকে জনগণের ভোগান্তি লাগব হচ্ছে। এ বিষয়ে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম সোনাহার জানান, কুলিয়াসহ কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটি পূর্ণ সংস্করণ ও মেরামত করায় এলাকায়বাসীসহ স্কুল, কলেজ ও মাদ্রাসাগ্রামী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট এলাকার প্রায় আনুমানিক দশ হাজার লোকের যাতায়াতের একমাত্র রাস্তাটি মেরামত করায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাগব হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
Leave a Reply