মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে সারাদেশে বিএনপি-জামাত কর্তৃক অগ্নি সন্ত্রাস, প্রধান বিচারপতির বাসায় হামলা, সাংবাদিক উপর আক্রমণ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ নভেম্বর রবিবার সন্ধায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে করে বটতলা চত্তরে শান্তি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু, ছাত্র লীগের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফসহ আরও অনেকেই।
এসময় বক্তারা বিএনপি জামাতের ডাকা হরতালকে জনগণ প্রত্যাক্ষান করেছে উল্লেখ করে বলেন হরতাল অবরোধের নামে দেশে অগ্নি সন্ত্রাস করলে কঠিন জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।
পরে পৌর মেয়র আব্দুল কাদের শেখকে জামালপুর-২(ইসলামপুর আসনে) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নৌকার মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান উপস্থিতি জনতা।
Leave a Reply