মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল পুলিশ সুপার স্বজল কুমার সরকার কে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার এক প্রজ্ঞাপনে উক্ত কর্মকর্তার পদোন্নতি প্রদান করা হয়। বর্তমানে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার জামালপুর জেলার মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।
সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার জামালপুর জেলার মাদারগঞ্জ সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার হিসেবে দক্ষতা ও সুনামের সহিত চাকরি করে আসেছেন। তাহার নিজ বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। তিনি একজন সৎ, আদর্শবাদ চৌকস ও মানবিক পুলিশ অফিসার হিসেবে সাধারণ মানুষের মাঝে পরিচিতি লাভ করেন। তার জন্য জামালপুরবাসী দোয়া, শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply