মোঃ রুহুল আমিন রাজু জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর জেলার বকশীগঞ্জ থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে শারীরিক প্রতিবন্ধী শামীম মিয়া হত্যা মামলার আসামীকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
জামালপুর জেলার বকশিগঞ্জ থানাধীন নিলক্ষিয়া দক্ষিন কুশলনগর গ্রামে নৃশংস হত্যা কান্ডটি সংঘটিত হয়। ভিকটিম শামীম মিয়া একই গ্রামের মোঃ শফিকুল ইসলাম @ নায়েব আলীর ছেলে। আসামী মোঃ আনোয়ার (২৬), পিতা-মোঃ সাইফুল ইসলাম একই গ্রামের নিহত শামীম এর চাচাতো ভাই। বাদী মোছাঃ শাহিনা আক্তার (৪৮), স্বামী-মোঃ শফিকুল ইসলাম @ নায়েব আলী ও বিবাদীদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলিয়া আসিতেছে। বাদীর স্বামীর তিন বোনের (ননদ) উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিবাদীরা জোর পূর্বক দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসিতেছে। এই বিষয়ে ঘরোয়া পরিবেশে শালিস হইলে বাদীর ননদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি বাদীকে ভোগদখলের জন্য বুঝাইয়া দেয়। এমতাবস্থায় গত ০২/১০/২০২৩ ইং তারিখ বিকালে বাদীর ছেলে শামীম মিয়া উক্ত জমিতে বেগুনের চারাগাছ রোপন করিয়া বাড়ীতে চলিয়া আসে। ভিকটিম মোঃ শামীম মিয়া পরের দিন সকালে উক্ত জমিতে গিয়ে দেখিতে পায় যে, তারা রোপনকৃত বেগুন চারাগাছ গুলো বিবাদীগণ উঠাইয়া নিয়ে গেছে। ঘটনাটি মোঃ শামীম মিয়া বাড়ীতে এসে জানায়। এহেনবস্থায় বাদীসহ ভিকটিম বিবাদদের বাড়ীতে গিয়ে রোপনকৃত বেগুনের চারাগাছ গুলো কেন উপরাইয়া ফেলেছে তার কারন জানতে চায়। বাদী ও বিবাদীদের মধ্যে বাকবিতন্ড শুরু হয়। একপর্যায়ে বিবাদীগণ তাদের উপর ক্ষিপ্ত হলে বাদী ও ভিকটিম ভয়ে দ্রুত তাদের বাড়ী হইতে তাদের উঠানে চলে আসেন। বিবাদীগণ ভিকটিম ও বাদী নিজ বাড়ীতে এসে আশ্রয় নেন। পরবর্তীতে বিবাদীগণ ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বসতবাড়ীতে আক্রমন করে এবং আসামী মোঃ আনোয়ার (২৬) বাদী ও ভিকটিমকে এলোপাতাড়ীভাবে গুরতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে মাথায় স্বজোরে কোপ মেরে রক্তাক্ত জখম করে। বাদী ও ভিকটিম ডাক চিৎকার করিতে থাকলে আত্মীয় স্বজন ও আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী তার সাথে থাকা বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। ভিকটিমকে দ্রুত ভ্যানযোগে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ভিকটিমকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলিয়া ঘোষনা করেন। পরবর্তীতে ভিকটিমের মা জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় হাজির হইয়া বাদী হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ, জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মামলা নং-৩/১৯৬, তারিখঃ ০৪/১০/২০২৩ ইং, ধারা-৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করেন।
এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ আভিযানিক দল অদ্য ১৫/১১/২০২৩ ইং তারিখ রাত্রি বেলায় জিএমপি গাজীপুর বাসন থানাধীন রওশন সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী মোঃ আনোয়ার (২৬)’কে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীকে জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় সূত্রোক্ত মামলা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply