মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদীয় আসন ১৪২,জামালপুর-৫ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ এর জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে জামালপুর জেলা আওয়ামী লীগের বকুল তলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ুএডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর -৩ আসনের টানা ৬ বারের সফল সাংসদ উন্নয়নের কর্ণধার আলহাজ্ব মির্জা আজম এমপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র। সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামালপুর -৫ সদর আসনের আওয়ামী লীগের মনোনীত সাংসদ সদস্য প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও উপদেষ্টা আবুল কালাম আজাদ জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি, তিনি যদি এই আসন থেকে বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত হন এবং তার দল আগামীতে নতুন করে আবারো সরকার গঠন করলে এই জামালপুর জেলার চিত্র উন্নয়নে একেবারেই পাল্টে যাবে বলে তিনি জানান। ইতিপূর্বে জামালপুর জেলার বহু উন্নয়ন মূলক কাজ হয়েছে এক কথায় হাাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে। সামনে আরো অনেক কিছু উন্নয়ন মূলক কাজ হবে ইনশাআল্লাহ এই জন্য তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন তিনি। একই কথা বলেছেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। তিনি বলেন, জামালপুর জেলার কয়েক বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের আমলে যে হাজার, হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ হয়েছে তার পর্দার আড়ালে ছিলেন আবুল কালাম আজাদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতন্ত্য আস্থা ভাজন সৎ,বিশ্বাসী মানুষ।
এজন্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ দেশ আরো অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
Leave a Reply