কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া বউবাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল করিম রেজনু’র ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাংচুর এবং চেয়ার নিয়ে যায় দুবৃর্ত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল করিম রেজনু’র ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রের অফিস স্থাপন করে পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া বউবাজারে। বুধবার রাত ১০ টার দিকে একদল দুবৃর্ত্ত হঠাৎ করেই পশ্চিম ফুলবাড়িয়া বউবাজার এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে আসে এবং অকথ্য ভাষায় প্রার্থীসহ সকল সমর্থকদের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা সেই প্রচার কেন্দ্রের অফিসসহ চেয়ার ভাংচুর শুরু করে ও কিছু চেয়ার সেখান থেকে নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দলীয় নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক কাউন্সিলর মো. সুরুজ্জামান, শ্রমিক লীগ নেতা আব্দুল বারেক, মো. আমিনুর ইসলামসহ অনেকেই।
জামালপুর সদর থানার এসআই মাজাহার ইসলাম বলেন, নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। কারা এ কাজের সাথে জড়িত তদন্ত করে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. রেজাউল করিম রেজনু। তিনি এ ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং তার কর্মী সমর্থকদের কোনো গন্ডগোলে না জড়িয়ে ধৈর্য সহকারে নির্বাচনী প্রচার করতে আহবান জানান।
Leave a Reply