কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের দেওয়ানগঞ্জে নৌকার প্রতীকের বিজয় নিশ্চিত করতে পৌর শহরের কামিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ, যুগ্মসাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মো. লিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রাকিব প্রমুখ।
বক্তারা আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করার উদাত্ত আহ্বান জানান।
এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply