মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর-২ ইসলামপুর আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উন্নয়নের কর্মবীর ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি’র নৌকা মার্কার জন্য ভোট চাইলেন।
২৫ ডিসেম্বর সোমবার ইসলামপুর সদর ইউনিয়নের গঙ্গাপাড়া, শংকরপুর, কাচিহারা, পাঁচবাড়ীয়া, পচাবহলাসহ বিভিন্ন এলাকায় জনগণের সাথে কুশল বিনিময় নির্বাচনী পথসভা, গণসংযোগ ও সমাবেশ করেন নৌকা মার্কার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে নৌকা মার্কায় কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
ধর্ম প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ইসলামপুর উপজেলায় অভূতপূর্ব যে উন্নয়ন হয়েছে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতে এই উপজেলাকে স্মার্ট উপজেলা বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করছি। তিনি আরো বলেন এই উপজেলায় গৃহীন ও ভূমিহীনদের জন্য বাসস্থান নির্মাণ, শিক্ষা,স্বাস্থ্য অবকাঠামোসহ কোন ক্ষেত্রে যদি কোন কিছুর ঘাটতি থাকে তাহলে সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস ছালাম, সহ- সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি হাফিজ লিটন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খান কুট্টু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডলসহ আরো অনেকে।
Leave a Reply