কাফি পারভেজ , জামালপুর প্রতিনিধি:
অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি।
রবিবার দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের নেতৃত্বে মিছিলটি সদরের বিনন্দের পাড়া মোড় থেকে বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, রশিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতানুল হক বাবুল, তিতপল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী।
এ সময় বক্তারা আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহবান জানান।
Leave a Reply