কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে বালিবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।
নিহতরা হচ্ছেন- শেরপুরের মাছপাড়ার গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মোজাফফর হোসেন, শেরপুরের মুন্সিরচর এলাকার আকতার হোসেনের ছেলে সিএনজি চালক আরমান আলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়াভাসাটি গ্রামের শাহাবুদ্দীন এর ছেলে খোকন মিয়া।
২ জানুয়ারি মঙ্গলবার বিকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের ভারুয়াখালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইন জানান, বিকাল চারটায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশা অভারটেক করতে গিয়ে বিপরিত দিক থেকে আসা বালিবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং আরো ৩ জন গুরতর আহত হয়।
নিহত ও আহতরা সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply