কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কোজগড় এলাকায় পরিত্যক্ত স্থানে মর্টারশেল আকৃতির বোমাসদৃশ ধাতব বস্তুর সন্ধান পাওয়া গেছে। ৮ জানুয়ারি সোমবার সন্ধ্যায় স্থানীয়রা একটি দোকানের পেছনে এই ধাতব বস্তুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সেটিকে নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা চেয়েছে সদর থানা পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পূর্বপাশে একটি ওয়েল্ডিংয়ের দোকানের পেছনে পরিত্যক্ত স্থানে গাছগাছড়ার মধ্যে মর্টারশেল আকৃতির একটি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ নিয়ে জনমনে বোমা আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের সিআইডি ও র্যাবের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে।
পুলিশ উৎসুক লোকজনকে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে পুলিশি পাহারা বসিয়েছে। বোমাসদৃশ ধাতব বস্তুটি আদৌ সক্রিয় মর্টারশেল বোমা কিনা, এটা কত দিনের পুরনো তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। সদর থানা পুলিশের পক্ষ থেকে ঘাটাইল সেনানিবাসের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আজ ৯ জানুয়ারি সকালে সেনাবাহিনীর ওই বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসার কথা রয়েছে।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বোমাসদৃশ ধাতব ওই বস্তুটি দেখতে অনেকটা মর্টারশেলের মতই। ঝুঁকি থাকায় এর আকার আকৃতি, সক্রিয় নাকি নিষ্ক্রিয়তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনদের নিরাপদ দূরত্বে অবস্থানন নিতে বলা হয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা চাওয়া হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা না আসা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পাহারায় থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, কোজগড় এলাকায় মর্টার শেলটি পাওয়া গেছে। একটি প্রসেসিংয়ের মাধ্যমে এটি ডিসপোজাল করা হবে। ইতিমধ্যে ঘাটাইল ক্যান্টরমেন্টে যোগাযোগ করা হয়েছে। বোম ডিসপোজাল টিম আজ সকালে ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানান। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply