মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ছাত্র লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বুধবার বিকেলে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা ছাত্র লীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেলান্দহ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ মুকছেদুর মমিন বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাইদ সাদা,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল হালিম, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইদ বুলবুল আহম্মেদ, মেলান্দহ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেজু, মেলান্দহ উপজেলা ছাত্র লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক খালেদ আল রহমান আপন, মেলান্দহ উপজেলা দুরমুঠ ইউনিয়ন ছাত্র লীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন, কুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুন্জুরুল ইসলাম, নাংলা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আজাদ, নয়ানগর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক শান্ত, আদ্রা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক সিয়ামুর রহমান,চরবানী পাকুরিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক তুষার প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply