জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, আপনাদের সাথে নিয়ে সম্মিলিত চেষ্টায় জামালপুর সদরে বেশী উন্নয়ন করা সন্ভব। আপনারা আমাকে সাপোর্ট দিবেন ভালো কাজ করতে, কোন অন্যায় কাজে না। ন্যায় কাজেই সাপোর্ট দিবেন। আমার ভালো কাজে প্রশংসা করবেন। যে কাজটি আপনাদের কাছে ভালো মনে না হবে আামকে জিজ্ঞেস করবেন ভাই বা বন্ধু হিসেবে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় জামালপুর প্রেসক্লাবব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় ধন্যবাদ জ্ঞাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারাও তো উন্নয়নের এজেন্ট। আপনাদের উদ্দেশ্য তো একই দেশের উন্নয়ন করা। হলুদ সাংবাদিকতা করার উদ্দেশ্যে কিন্তু আসেননি? আপনারা তো দেশের ভালো উন্নয়ন চান, সততা ও ন্যায়নিষ্ঠাভাবে মানুষ দায়িত্বপালন করুক এটা আপনারা চান। এ জন্যই তো সাংবাদিকদের জাতির বিবেক বলা হয় ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
তিনি আরও বলেন, আপনাদের ও আমার একই উদ্দেশ্যে দেশের উন্নয়ন করা। আমরা সম্মিলিত চেষ্টা করলে উন্নয়ন আগের চেয়ে আরও বেশি করা সম্ভব হবে।
এসময় তিনি উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
জামালপুর প্রেসক্লাবের আয়োজিত অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ হাফিজ রায়হান সাদা। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালে শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ,ব,ম জাফর ইকবাল জাফু, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক দৈনিক পল্লী কন্ঠ পএিকার সম্পাদক নুরুল হক জঙ্গি, সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কন্ঠ পএিকার জামালপুর জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, দৈনিক সচেতন কন্ঠ পএিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ বজলুর রহমান, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাপ্তাহিক রাঙা পলাশ পএিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক কাফি পারভেজ, আলোচিত জামালপুর পএিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট কবি সাংবাদিক সাজ্জাদ আনসারী, বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি, জুলফিকার জাহিদ হাবিব, মাছরাঙা টিভি ও দৈনিক যুগান্তর পএিকার জামালপুর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক প্রভাষক মাহফুজুর রহমান মাফুজ, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সৈয়দ শওকত জামান, সাধারণত সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আনছারী সুমন, দৈনিক প্রতিদিনের সংবাদ পএিকার জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ মুন্জুরুল হক, একুশে টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম মুক্তা, বৈশাখী টেলিভিশনের জামালপুর প্রতিনিধি, আনোয়ার হোসেন মুক্তা, ডেইলি ষ্টার পএিকার জামালপুর প্রতিনিধি নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply