২০ জানুয়ারি (শনিবার) জামালপুরের বিভিন্ন উপজেলায় গরিব-অসহায় দের মাঝে ধারে ধারে গিয়ে কম্বল বিতরণ করেন আদ-দ্বীন স্বেচ্ছাসেবা সংগঠন নামে একটি মানবিক সংগঠন। সংগঠন টির সভাপতি আব্দুর রহমান আস সাঈফ জানান, আদ-দ্বীন স্বেচ্ছাসেবা সংগঠন সবসময় গরিব অসহায় হতদরিদ্র দের জন্য ও দেশের উন্নয়নের জন্য কাজ করে।এরই ধারাবাহিকতাই আমরা সদস্য দের পরামর্শ ক্রমে কম্বল বিতরণ এর সিদ্ধান্ত নেই এবং আজ তা বাস্তবায়িত করি। সংগঠন টির প্রধান পরিকল্পনা বিষয়ক সম্পাদক হালিমা আকন্দ তাঁর বক্তব্য বলেন, আমরা আমাদের সাধ্যমতো অসহায় দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।এই বিতরণ আগামি বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ে ১২ নং তিতপল্লা ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জনাব দৌলতুজ্জামান বলেন, নিশ্চয় তাঁদের উদ্যােগ প্রশংসনীয়।তাঁদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। কম্বল পাওয়া সুবিধাভোগীরা জানাই এই কনকনে শীতে এই কম্বল গুলো আমাদের খুব উপকার হবে।দোয়া করি তাঁদের জন্য। এ বিতরণে সংগঠন টির সভাপতি আব্দুর রহমান আস সাঈফ, প্রধান পরিকল্পনা বিষয়ক সম্পাদক হালিমা আকন্দ।সহ সভাপতি অম্লান আহমেদ।সমাজ সেবা বিষয়ক সম্পাদক মাইশা আক্তার সারা। সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ স্বাধীন ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাজমুল ইসলাম নাইম সহ আরো কেন্দ্রীয় সদস্য বৃন্দ উপস্থিত থাকেন। জানা যায় সংগঠন টি ২০২১ সালের ১৮ই নভেম্বর প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই বিভিন্ন মানবিক কাজ পরিচালনা করে আসছেন সংগঠন টি। তাঁরমধ্যে শীতে শীত বস্ত্র বিতরণ,বিনা মুল্যে রক্ত সংগ্রহ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, দুর্যোগে ত্রান বিতরণ ইত্যাদি উল্লেখযোগ্য।
Leave a Reply