মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের এস.এম মোখলেছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি বুধবার সকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের এস,এম,মোখলেছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব মানবিক পুলিশ সুপার মো.কামরুজ্জামান বিপিএম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমান। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মেদ, এস,এম,মোখলেছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান মাসুদসহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী/ছাত্র /ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দদের কে ফুলেল শুভেচছা জানান অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলী। পরে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
Leave a Reply