জামালপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্ম দিন উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ – মাদারগঞ্জের গণমানুষের নেতা জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষ থেকে শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৬ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টার দিকে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন বি এন পির আয়োজিত শীতবস্ত্র বিতরণর পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আল হেলাল। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন হাজরাবাড়ী পৌর বি এন পির সদস্য সচিব শাহ তালাদ মাহমুদ, আদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম,ওয়াজেদ আলী, আদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুন্জুরুল কবীর মুন্জু,উপজেলা তাতী দলের আহবায়ক হাবিবুর রহমান মাষ্টার, আদ্রা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুমন মাহবুব, উপজেলা ছাত্র দলের জাকারিয়া আহাম্মেদ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply