মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুর : জামালপুরে কুটির শিল্প মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে জামালপুর আউটার স্টেডিয়ামে কুটির শিল্প মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জামালপুর -৫ সদর আসনের সাংসদ জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ। মেলার উদ্বোধন হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার অভিজিৎ রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, জামালপুরের মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, অনুষ্ঠান সঞ্চালনায় করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা শাখায়াতুল আলম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সালে শফি গেন্দা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর রহমান প্রমুখ।
Leave a Reply