মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮০০ শত গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/সুমন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জামালপুর জেলার সদর থানাধীন শেখের ভিটা এলাকায় গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধা আনুমানিক সাড়ে ৬ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোঃ সিয়াম বেপারী(১৯), পিতা-মোঃ আল আমিন, মাতা-মোছাঃ পারভীন বেগম, সাং-পূর্ব পলবান্ধা বেপারী পাড়া, ০৬নং ওয়ার্ড, ইসলামপুর পৌরসভা, থানা-ইসলামপুর, জেলা-জামালপুরকে গ্রেফতার করে এবং তাহার নিকট হইতে ৮০০ (আটশত) গ্রাম গাঁজা উদ্ধার করে। ধৃত আসামীর বিরুদ্ধে জামালপুর জেলার সদর থানার মামলা নং-২৭, তারিখ-৯/০২/২০২৪ খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
Leave a Reply