1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
জামালপুর পৌরসভার হরিপুরের বৃদ্ধা শামছুল হককে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় সংবাদ সম্মেলন – Jamalpur Voice
সংবাদ :
জামালপুরে ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে মিছিল  মেলান্দহে ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  মেলান্দহে যুবদলের বিক্ষোভ মিছিল দুরমুঠে শহীদ আবু সাইদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত জামালপুরে জামায়াতের নবনির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠিত ইসলামপুর সদর ইউনিয়নের আলাইপাড় এলাকা পরিদর্শক করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম  মেলান্দহ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা  মেলান্দহে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১ মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা 

জামালপুর পৌরসভার হরিপুরের বৃদ্ধা শামছুল হককে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় সংবাদ সম্মেলন

  • Update Time : Monday, February 12, 2024
  • 47 Time View

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌরসভার হরিপুর দরি ফতেপুর নয়াপাড়া এলাকার শামছুল হক(৬০)নামে একজন বৃদ্ধাকে তার বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুরে জামালপুর শহরের জজ কোর্ট চত্তরের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভোক্তভোগি শামছুল হক ও তার পরিবার। লিখিত বক্তব্যে শামছুল হক বলেন,আমার পিতা মৃত হোসেন আলী, এলাকার মোঃ আব্দুল জব্বার তার মাতা জামিরুন নেছা বিবি’র নিকট থেকে ১৯৪৫ সালে ৬ শতাংশ জমি ক্রয় করে নেন। পরে অন্যত্র থেকে আরও ৬ শতাংশ জমি ক্রয় করে নেন তিনি।পরে তিনি সেই জমি থেকে ৩ শতাংশ জমি বিক্রি করে দেন। বাকী ৯ শতাংশ জমি তিনি বসতবাড়ি করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। তিনি বলেন,আগের কওলা কৃত জমি খানি ভুলে অভিযুক্ত আব্দুল জব্বার গংদের মায়ের নামে বিআরএস রেকর্ড হওয়ায় তারা সমস্যা সৃষ্টি করছে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক আকন্দ বিষয়টি মিমাংসার কথা বলে টাকা নেয়। পরে তিনি আরও এক লক্ষ টাকা দাবি করে। দাবি কৃত টাকা না দিলে অভিযুক্ত আব্দুর জব্বারকে দিয়ে তাদের বাড়ি দখল করবে বলে হুমকী দেন। এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে শামছুল হক। এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর ফজলুল হক আকন্দ টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে শামছুল হকের নাতী মোঃ শাকিব বলেন, ৬ শতাংশ জমি আব্দুল জব্বারের মাতা জামিরন নেছার নামে বিআরএস রেকর্ডভুক্ত হওয়ার মুলে দাবি করে আমাদের বসত বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে তারা। তিনি বলেন, এই জমি আমরা রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা দিয়েছে।আদালতের নোটিশ পেয়ে আব্দুল জব্বার গংরা আরও ক্ষিপ্ত হয়। শাকিব বলেন,এর ৮ মাস আগে আব্দুল জবাবার গংরা আমাদের পরিবারকে বাড়িত থেকে উচ্ছেদ করে দিলে থানা পুলিশের সহযোগিতায় বাড়িতে স্থান পাই আমরা। এখন আমরা আব্দুর জব্বার গংদের অত্যচারে অতিষ্ঠ জীবন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক মো.শফিউর রহমান বলেন, অভিযোগটি আমার কাছে আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme