মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
‘চাকরি নয় সেবা’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে শুরু হয়েছে। এবং ১ম দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, জানুয়ারি ২০২৪-এর শারিরীক মাপ ও কাগজপত্র প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম অতন্ত্য সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।
১ম দিনের কার্যক্রমে শারিরীক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নেত্রকোনা; জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ সহ পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি জনাব শাহরিয়ার আলী, পুলিশ সুপার, পুলিশ টেলিকম, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা; জনাব তপন রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই, অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা ১ম দিনের কার্যক্রমে অংশগ্রহণ করেছো।
তিনি আরো বলেন সামনের যাত্রা গুলোও আরো বেশি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ হবে।
তাই কোনো রকম প্রতারণার শিকার হবে না তোমরা, কোনো রকম দালাল এর খপ্পরের পাল্লায় পড়বে না তোমরা।
আগামীকালের ইভেন্টর জন্য প্রার্থীদের মেন্টালি প্রিপারেশন নিয়ে মাঠে আসার কথা বলেন পুলিশ সুপার মহোদয়।
আগামী (১৭ ফেব্রুয়ারি ২০২৪) তারিখ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)- এ অংশগ্রহণ করেবেন।
Leave a Reply