জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান এর সাথে মেলান্দহ উপজেলা কৃষক লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের ফুলকোচা নিজ বাসভবনে এক নির্বাচনী পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি দিদারুল আলম শাকিল এর সভাপতিত্বে ও মেলান্দহ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিএসসির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার কৃষক লীগের ১১টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার সকল সভাপতি / সাধারণ সম্পাদকসহ উপজেলা কৃষক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান তার বক্তব্য বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করতে চাই, আপনারা যদি আমাকে ভালো মনে করেন ও সমর্থন করেন তাহলে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকেই একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply