কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে সোমবার সকালে বোরো ক্ষেতে সেচ দেওয়া স্যালো মেশিনের চাকায় পড়ে আনোয়ারা বেগম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আনোয়ারা বেগম মধ্য পলাশতলা গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম সকাল ৯ টার দিকে তার স্বামীর কবর দেখতে কবর স্থানে হেটে যাচ্ছিলেন। কবর স্থানের পাশে বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য একটি চালু থাকা স্যালো মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় তার পা পিছলে মেশিনের চাকায় পড়ে ছিটকে যায় আনোয়ারা বেগম। এ সময় স্থানীয় কয়েকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।
বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply