মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়ন চিত্র ও মেলান্দহ পৌর সভার উন্নয়ন চিত্র অংশ গ্রহনে মেলান্দহ উপজেলা চত্বরের সামনে এক র্যালি বের হয়। র্যালিতে অংশ গ্রহণ করেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ পৌর নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এস আই আতিকুর রহমান, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, নাংলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply