মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ আদিপৈত এলাকার বাসিন্দা মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব (৭৩) গত ৪ মার্চ ভোরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব শাহজাহানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত ৪ মার্চ সোমবার রাতে তার নিজ বাড়ির পাশে মেলান্দহ সরকারি কলেজ মাঠে বাদ এশা নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত শেষে তার নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব শাহজাহানের জানাজা নামাজের পূর্বেই ঔদিন গত ৪ মার্চ সোমবার বিকেল ৫ টার দিকে টি,এন,টি ভবনের সামনে মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে জামালপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নবাগত নির্বাহী অফিসার জনাব,মাহবুবা হক, মেলান্দহ থানার ওসি তদন্ত কবীর হোসেনসহ চৌকস একটি পুলিশের দল।এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, মেলান্দহ উপজেলা মুক্তিযুদ্ধের প্রথম পতাকা উত্তোলন কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম,বীর মুক্তিযোদ্ধা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব শাহজাহান গত ৪ মার্চে ভোর রাতের দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছে (৭৩) মৃত্যু কালে তিনি স্ত্রী,১ছেলে,২মেয়ে,নাতি, নাতনিসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবি ও সাধারণ মানুষ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply