মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ১৭ মার্চ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ দিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেব পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও সারাদেশে শিশুদের নিয়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি।
দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্সে আজ সেচ্ছাসেবী সংগঠন Volunters for Bangladesh (VBD) এর মাধ্যম প্রায় ৫০+ ছিন্নমূল পথ শিশু একত্রিত করে তাদের নিয়ে ইফতার আয়োজন করা হয়।
ইফতার আয়োজন জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।
তারই ধারাবাহিকতায় ছিন্নমূল পথশিশুদের নিয়ে ইফতার আয়োজন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে সরকারি ভাবে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪’ পালন করা হয়।
এসময় জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ), জামালপুর সহ জেলা পুলিশ ও সেচ্ছাসেবী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply