কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ থেকে দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।এ
বিষয়ে দেওয়ানগঞ্জে উপজেলার ডাংধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, রবিবার রাতে নিহত আব্দুর রাজ্জাক প্রতিদিনের মতই তারাবি নামাজ শেষে তার বাড়ি ফিরছিলেন। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেন। পরে সোমবাব সকালে হারুয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভুট্টার জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুর্বত্তরা আব্দুর রাজ্জাককে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের মো. সুরুজ্জামান মন্ডলের ছেলে খাদ্যশস্য বাবসায়ী আব্দুর রাজ্জাক মন্ডল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে মরদেহটি জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অপরদিকে মাদারগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, মাদারগঞ্জ উপজেলার তরপাইর এলাকায় একটি ব্রিজের মাটির নিচ থেকে সোমবার সকালে সুমন মন্ডল নামে এক ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন চরলুটাবর গ্রামের শিমের মন্ডলের পুত্র। ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply