কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জামালপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করে জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ ১৯৭১ সালের ২৫ মার্চ এবং মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, এর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহম্মেদ প্রমূখ।
এ সময় জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর অন্যান্য কর্মকর্তা, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply