জামালপুর প্রতিনিধি : ২৮ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে জামালপুর জেলা শিক্ষা অফিসার হালিমা খাতুন। পাচঁটি গ্রুপে এই পরীক্ষা জামালপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারি ও মনোনীত বিচারকদের কঠোর পরিশ্রমে সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
ভাষা ও সাহিত্যে গ্রুপ ক আল ওয়াসিউ আফরা ইউসা (৮ম শ্রেণি), জামালপুর জিলা স্কুল, খ গ্রুপে মারিয়া কবীর প্রমা ( ৯ম শ্রেণি), জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ গ্রুপে সুরাইয়া জান্নাত উষ্ণ (১১শ শ্রেণি), সরকারি জাহেদা সফির মাহিলা কলেজ।
দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান বিষয়ে ক গ্রুপে এস. এম. রাকিবুল ইসলাম (৮ম শ্রেণি), সরিয়াবাড়ী আর, ডি. এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, খ গ্রুপে তাহমীদ মোহাম্মদ তাশদীদ (১০ম শ্রেণি), বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, গ গ্রুপে সুরাইয়া জান্নাত উষ্ণ (১১শ শ্রেণি) সরকারি জাহেদা সফির মাহিলা কলেজ।
গণিত ও কম্পিউটার বিষয়ে ক গ্রুপে আল ওয়াসিউ আফরা ইউসা (৮ম শ্রেণি) জামালপুর জিলা স্কুল, খ গ্রুপে কে. এম আফনান সামিদ (৯ম শ্রেণি) জামালপুর জিলা স্কুল, গ গ্রুপে মো: নাবিদ হাসান আনন্দ (১১শ শ্রেণি) সরকারি আশেক মাহমুদ কলেজ।
বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ক গ্রুপে খালিক আহম্মেদ (৮ম শ্রেণি) বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, খ গ্রুপে মোহাম্মদ মাহির শাহরিয়ার (১০ম শ্রেণি) সরিয়াবাড়ী আর, ডি. এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গ গ্রুপে মো: রাশেদুল ইসলাম (১১শ শ্রেণি) খাজা শাহ সুফি ইউনুস আলী কলেজ, মাদারগঞ্জ।
বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (শুধু মাত্র প্রতিবন্ধী/অটিস্টিক শিক্ষার্থীদের জন্য) ক গ্রুপে সায়হাম (৮ম শ্রেণি) বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, খ গ্রুপে মোছা: রিমা (১০ম শ্রেণি) বকশীগঞ্জ উলফাতুনন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ গ্রুপে তুষা দাস (১১শ শ্রেণি) ইসলামপুর এম.এ. সামাদ পারভেজ মেমোরিয়া মহিলা ডিগ্রী কলেজ।
ভাষা ও সাহিত্য (বাংলা, ইংরেজি) বিষয়ে মনোনীত বিচারক মোহাম্মদ আব্দুল আল হাদী, প্রভাষক (বাংলা), নান্দিনাশেখ আনোয়ার হোসাইন কলেজ ও জনাব মোঃ রাশেদুল আলম, প্রভাষক (ইংরেজি) ও
দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান বিষয়ে জনাব হাছনাতুল জান্নাত প্রভাষক (পদার্থ বিজ্ঞান) শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, সদর।
গণিত ও কম্পিউটার বিষয়ে বিচারক মোহাম্মদ জাকিউল ইসলাম প্রভাষক (গণিত) কামালখান হাট ফাজিল মাদ্রাসা, সদর, ও জনাব ফুয়াদ মুহাম্মদ খান, প্রোগ্রামার তথ্য ওযোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জামালপুর।
বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ জনাব মোঃ মাহাবুবুর রহমান, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) ও
বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন/অটিস্টিক শিক্ষার্থীদের জন্য) জনাব নুসরাত জাহান প্রভাষক (অর্থনীতি) শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, সদর।
আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শফিকুল আলম, শফিকুল ইসলাম, গবেষণা কর্মকর্তা কামরুল হাসান ও অফিস সহকারী আক্তার হোসেন প্রমুখ।
Leave a Reply