মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ পহেলা বৈশাখ-১৪৩১ বঙ্গাব্দ, বাংলা নববর্ষের প্রথম দিন শুভ নববর্ষ। দিনটি উদযাপনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় যশোর জেলা পুলিশও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান স্থলে সম্মানিত যশোরবাসী যেন আনন্দ ও উচ্ছ্বাসের সাথে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা জোরদার করেছে।
সেই লক্ষ্যে ১৩ এপ্রিল শনিবার ২০২৪খ্রিঃ বিকাল ৪ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহাদয়ের নির্দেশনায় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এসময় পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেন কোন মহল বা ব্যক্তি কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়।
এবারের বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা পুলিশ কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে পুলিশি চেকপোস্ট।
এছাড়া আগত দর্শনার্থীদের যাতায়াতকে নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা, গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
একই সাথে অনুষ্ঠানে আগত নারীদের হয়রানি/ ইভটিজিং রোধে সমগ্র অনুষ্ঠান স্থল থাকবে বিশেষ সিসিটিভির আওতাভুক্ত এবং জেলা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে নিয়মিত টহলে থাকবে।
উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) যশোর, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, “খ” ও “ক” সার্কেল কর্মকর্তাগণ সহ বর্ষবরণ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
Leave a Reply