জেলা প্রতিনিধি: ১৯ এপ্রিল শুক্রবার জামালপুর জেলা সদরে বসবাসরত জামালপুরোস্থ দেওয়ানগঞ্জ বাসীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয় জামালপুর শহরের মীর্জা আজম চত্তরে বুলবুল জেনারেল হাসপাতাল মিলনায়তনে । সিনিয়র আইনজীবি এডভোকেট মোঃ হাফিজুর রহমান হিরুর সভাপতিত্বে এবং মোঃ মাহবুবুর রহমান জিলানী ও হাসান সারোয়ার মঞ্জুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জের কৃতি সন্তান সাবেক সাব রেজিস্ট্রার সিনিয়র আইনজীবী এডভোকেট গোলাম রব্বানী আকন্দ এবং সিনিয়র সাংবাদিক খাদিমুল ইসলাম । পবিত্র কুরআন তেলাওয়াতের পর শুরু হয় পরিচিতি পর্ব এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম বুলবুল। বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বুলবুলের দিক নির্দেশনায় সভায় বিভিন্ন জন বক্তব্য রাখেন। খন্দকার ওয়াজিউল্লাহ সহ কয়েক জনের প্রস্থাবনায় আশরাফুল ইসলাম বুলবুলকে আহবায়ক করে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন নিয়ে মোট ১০ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
নব গঠিত জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ মাহবুবুর রহমান জিলানী, মোঃ হাসান সরোয়ার মন্জু, তারিকুল ইসলাম বিদ্যুৎ, এড.কামাল উদ্দিন খান, এড.মন্জুরুল আহসান রনি, সাইফুল ইসলাম বকুল, একরামুল হক লিটন, মোহাম্মদ জাকিউল ইসলাম, ইন্জিঃ রাজু আহমেদ শাহীন ও মোঃ হাসানুজ্জামান।
পরবর্তীতে আরো বড় আয়োজনের মাধ্যমে এই আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
প্রধান অতিথি বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন সৎ উদ্দেশ্য থাকলে যে কোন কাজ সফল ভাবে করা সম্ভব। দেওয়ানগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমি উপজেলা চেয়ারম্যান হতে পারলে এমপি মহোদয়কে সাথে নিয়ে দেওয়ানগঞ্জের সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতা করবো।
পরিশেষে আশরাফুল ইসলাম বুলবুল বলেন আমাকে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির আহ্বায়ক করায় দেওয়ানগঞ্জের আপামর জনসাধারণের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সাথে নিয়ে দেওয়ানগঞ্জের মানুষের দুঃখ দুরদশা লাগবে কাজ করবো ইনশাআল্লাহ।
Leave a Reply