মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহে উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
গত ২ মে বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
এর মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, হাজী দিদার পাশা, মোঃ এমদাদুল ইসলাম এমদাদ। পুরুষ ভাইচ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, মাসুদুর রহমান মাসুদ, মোঃ হাসমত উল্লাহ হাশেম, আবু হাসান মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, জেসমিন আক্তার, কামরুন্নাহার কানন, ফারজানা ফরিদ পুথি, জেনিন তাসনীম জোনাকি, ছাবিকুন্নাহার চৌধুরী সিন্ধা, শাহিদা আক্তার।
মেলান্দহ রিটার্নিং কর্মকর্তা জনাব মাহবুবা হক জানান, আসন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা তৃতীয় ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচনে আজ ২ মে বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন পদে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ৫মে মনোনয়ন পত্র যাচাই বাছাই, প্রার্থীর আপীল করতে পারবেন ৬মে থেকে ৮ মে পর্যন্ত। প্রার্থীর আপীল নিষ্পত্তির সময় ৯ থেকে ১১মে পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন হলো ১২ মে। ১৩মে প্রতীক বরাদ্দ ও ২৯মে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply