কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণা হিসেবে বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচার মিছিল ও উঠান বৈঠক করছেন উপজেলা পরিষদে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তার।
প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বকশিগঞ্জ পৌর শহরে ঘোড়া প্রতীকের নির্বাচনি লিফলেট বিতরণ করেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম সাত্তার বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরে তার ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে কুশল বিনিময় করেন। তিনি নেতা ও কর্মীদের আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে তার ঘোড়া প্রতীককে জয়যুক্ত করতে সকলকে মাঠে একযোগে কাজ করার আহ্বান জানান ।
প্রচারণায় সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, সাবেক মহিলা কাউন্সিলর রহিমা বেগম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, শ্রমিক লীগের সদস্য সচিব মিষ্টার রানা, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মী এবং ভোটাররা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতা কর্মী ও সাধারন ভোটাররা ঘোড়া প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন ।
Leave a Reply